Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাকরি গেল সিএনএন এর ধারাভাষ্যকারের

ইসরাইলের সমালোচনা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জাতিসংঘে ইসরাইলের সমালোচনা করে ভাষণ দেওয়ায় সিএনএন-এর ধারাভাষ্যকার ও টেম্পল ইউনিভার্সিটির প্রফেসর মার্ক ল্যামন্ট হিল তার চাকরি হারিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী গণমাধ্যমের সাথে মার্কের কাজ করার যে চুক্তি ছিল তার বাতিল করে দিয়েছে গণমাধ্যমটি। গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেয় সিএনএন।
জাতিসংঘে দেওয়া বক্তৃতায় ইসরাইলের সমালোচনা করে তিনি বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর তাদের দখল অব্যাহত রেখেছে এবং ইসরাইলকে যে অধিকার দেওয়া হয়েছে তার অপব্যবহার করছে দেশটি। এ সময় মার্ক ইসরাইলে চলমান আইন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের বৈষম্যের সমালোচনা করেন। এদিকে সিএনএন-এর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, মার্ক তার সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। কিন্তু এর ফলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া গণমাধ্যমটির উচিত হয়নি। এটি তার বাক-স্বাধীনতা হরণের সামিল। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলের সমালোচনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ