Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের গুলিতে মার্কিন নেভি সিল সদস্য নিহত

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একজন নেভি সিল সদস্যকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। কুর্দি পেশমেরগা বাহিনীকে সামরিক বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন ওই মার্কিন নেভি সিল সদস্য। পেশমেরগা কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার সকালে আইএসের দখলে থাকা মসুল শহরের সামনের দিকে থাকা জেহাদিদের হটিয়ে দেওয়া হয়। ২০১৪ সাল থেকে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের হামলা শুরু হওয়ার পর থেকে যুদ্ধক্ষেত্রে এই নিয়ে তিনজন মার্কিন সেনা নিহত হলেন। যদিও ইরাকের সরকারপন্থি বাহিনীগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলা ও সেনা উপদেষ্টাদের সহায়তায় আইএসকে ধারাবাহিকভাবে বিভিন্ন অঞ্চল থেকে হটিয়ে দিচ্ছে, কিন্তু এরপরও জেহাদি এই গোষ্ঠীটি দেশটির উত্তর ও পশ্চিমের বিশাল অংশ দখল করে আছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার নেভি সিল সদস্যের মৃত্যুর কথা ঘোষণা করেন। তিনি শুধু বলেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলের কাছে শত্রুপক্ষের গুলিকে একজন মার্কিন সেনা নিহত হয়েছেন। জার্মানিতে সাংবাদিকদের তিনি বলেন, এটি লড়াইরত অবস্থায় মৃত্যু অবশ্যই এবং ভীষণ দুঃখজনক ক্ষতি।
পেশমেরগার মুখপাত্র মেজর জেনারেল জাবের ইয়াওয়ার জানিয়েছেন, মসুল থেকে ১৭ মাইল দূরে তাল আশকফ শহরের কাছে আইএসের একজন স্নাইপারের গুলিতে ওই আমেরিকান নিহত হয়েছেন। অ্যারিজোনা রাজ্যের গভর্নর ডাগ ডুসেই পরবর্তী সময়ে নিশ্চিত করেন, ৩১ বছর বয়সী নিহত নেভি সিল সদস্যের নাম কার্লি কেটিং। ডুসেই রাজ্যটিতে সব পতাকা বুধবার কেটিং-এর সম্মানে অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। ইরাকে ৫,৫০০ মার্কিন সেনা সদস্য অবস্থান করছেন। এরমধ্যে ৩,৮৭০ জন স্থানীয় বাহিনীগুলোকে আইএস জেহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে উপদেশ ও প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত রয়েছেন। বিবিসি, রয়টার্স।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসের গুলিতে মার্কিন নেভি সিল সদস্য নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ