Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নে চট্টগ্রামের চেহারা পাল্টে যাচ্ছে

প্রকল্প পরিদর্শনকালে মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ব্যাপক উন্নয়নে চট্টগ্রামের চেহেরা পাল্টে যাচ্ছে উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অতীতে কোনো সরকারের আমলে চট্টগ্রামে এতো উন্নয়ন হয়নি। জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রামের প্রতি আলাদা ভালবাসার কারণে এতো উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি গতকাল রোববার নগরীর কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে একথা বলেন। তিনি কাজের গুণগত মান অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও ঠিকাদারী প্রতিষ্ঠান কর্মকর্তাদের নির্দেশনা দেন।

মেয়র প্রথমে নাসিরাবাদে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের আওতায় রিজার্ভার, পানি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও বুষ্টার ষ্টেশন পরিদর্শন করেন। এরপর মেয়র চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ঢাকা ট্রাঙ্ক রোড থেকে বায়েজিদ বোস্তামী রোড, ফৌজদার হাট থেকে কর্ণফুলী ট্যানেল এবং কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেলসহ চসিকের বাস্তবায়নাধীন একসেস রোড ও পোর্ট কানেকটিং রোডের উন্নয়ন কাজ প্রত্যক্ষ করেন। এসময় মেয়রের সাথে চসিক কাউন্সিলর এইচ এম সোহেল, শৈবাল দাশ সুমন, এএফ কবির আহমেদ মানিক, চউকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়ন

২৩ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
২৮ অক্টোবর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ