Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রক্টরের পদত্যাগ ও ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলের দাবি

রাবি সাংবাদিকদের মানববন্ধন

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

প্রক্টরের উপস্থিতিতে বিশ^বিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও খোলা কাগজের বিশ^বিদ্যালয় প্রতিনিধি আলী ইউনূস হৃদয়ের উপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ ও হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিকরা। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কারসহ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধনে এ দাবি জানান সাংবাদিকরা। গতকাল রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত সাংবাদিক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, মূর্তির মত দাঁড়িয়ে থাকা প্রক্টরকে আমরা চাইনা। আমরা চাই ড. সামসুজ্জহার মত প্রক্টর। যে প্রক্টর বিশ্ব¦বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। কিভাবে একজন প্রক্টরের উপস্থিতে সাংবাদিককে মারধর করা হয়। অবিলম্বে প্রক্টরের পদত্যাগ ও ছাত্রলীগ নেতাদের শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ