Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকো সীমান্তে মার্কিন মহড়া

গ্রেনেড হামলা মেক্সিকোস্থ মার্কিন কনস্যুলেট ভবনে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মেক্সিকো সীমান্তের কাছে নিরাপত্তা মহড়া চালিয়েছে মার্কিন বাহিনী। মেক্সিকোর তিহুয়ানা সীমান্তে জড়ো হওয়া মধ্য আমেরিকানদের সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রে, এজন্য নতুন আশ্রয়ের খোঁজে ছুটছেন অভিবাসন প্রত্যাশীরা। এদিকে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করা অনেক মধ্য আমেরিকান অভিবাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবিতে অনশন শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তের কাছে মার্কিন বাহিনী শুক্রবার এ মহড়া চালায়। মেক্সিকো সীমান্ত দিয়ে কোন মধ্য আমেরিকান যেন যুক্তরাষ্ট্রের মাটিতে জোরপূর্বক ঢুকতে না পারে সেজন্যই এ মহড়া। মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হাজার হাজার সেনা সীমান্তে কঠোর নজরদারি রেখেছে। গত সপ্তাহেই সীমান্তে জড়ো হওয়া অভিবাসন প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে মার্কিন সেনারা কাঁদানে গ্যাস ছোঁড়ে। তারপরও প্রতিদিন সীমান্তে ভিড় করেন অভিবাসন প্রত্যাশীরা। অভিবাসন প্রত্যাশীরা বলেন, এটা খুবই খারাপ হচ্ছে, কারণ শিশুরা এসব দেখছে। অভিবাসন প্রত্যাশীদের তাড়াতেইতো করা হচ্ছে এসব, সেটার অন্য কোন উপায় থাকা উচিৎ, এভাবে নয়। অপরদিকে, মেক্সিকোর মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনা ঘটেছে। হামলায় গ্রেনেড ব্যবহার করা হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শনিবার গুয়াদালাজারা শহরে অবস্থিত কনস্যুলেটটিতে এ হামলা চালানো হয়। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের শপথগ্রহণের প্রাক্কালে মার্কিন কনস্যুলেটে এ হামলা চালানো হলো। হামলার তদন্তে নেমেছে ফেডারেল কর্তৃপক্ষ। যে কনস্যুলেটে হামলার ঘটনা ঘটেছে সেটি মাদক ও অপরাধপ্রবণ জালিসকো রাজ্যে অবস্থিত। মেক্সিকোর সবচেয়ে প্রভাবশালী অপরাধী গোষ্ঠী নিউ জেনারেশন কার্টেলেরও উৎপত্তিস্থল ও প্রধান ঘাঁটি এ রাজ্য। মার্কিন সেনারা যখন অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে তখন, মেক্সিকোর সীমান্তবর্তী তিহুয়ানা শহরে আশ্রয় নেয়া মধ্য আমেরিকানরা করছেন অনশন। যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় তারা যে আবেদন করেছেন সেই প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তারা। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন মহড়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ