Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আরব সাগরে পাক-রুশ নৌমহড়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পাকিস্তান ও রাশিয়ার নৌবাহিনী উত্তর আরব সাগরে শনিবার যৌথ মহড়া চালিয়েছে। যৌথ অপারেশনের সামর্থ্য জোরদারের লক্ষ্যে এই মহড়া চালানো হয় বলে রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান নৌবাহিনীর ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়, মহড়ায় পাকিস্তান ও রাশিয়ার নৌবাহিনী ‘মক ড্রিল’ পরিচালনা করে। এর আগে করাচি বন্দর সফরকালে রুশ নৌবাহিনীর অফিসাররা পাকিস্তান নৌবাহিনীর এক ফিল্ড অফসারের সঙ্গে সাক্ষাত এবং কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহ’র স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও রাশিয়ার দূত এলেক্সি দেদভের মধ্যে বৈঠকে ইসলামাবাদ ও মস্কো তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নিত করার ব্যাপারে একমত হয়। প্রতিরক্ষা উৎপাদন খাতেও সহিযোগিতা জোরদারে রাজি হয় দুই পক্ষ। গত কয়েক বছরে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের উপর বেশি জোর দেয়া হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে বলে পাকিস্তান পররাষ্ট্র দফতর জানায়। বৈঠকে কোরেশি আফগানিস্তানে শান্তি আনার জন্য রাশিয়ার প্রচেষ্টার প্রশংসা করেন। পাকিস্তানের প্রতিবেশি দেশটির বিদ্রোহী গ্রুপ তালেবানদের শান্তির আলোচনার টেবিলে আনতে স¤প্রতি রাশিয়া প্রচেষ্টা শুরু করেছে। পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন রাশিয়ার দূত। গত অক্টোবরে পাকিস্তান ও রাশিয়ার সেনাবাহিনী পক্ষকালব্যাপী যৌথ সামরিক মহড়া চালায়। দুই দেশ ২০১৬ সাল থেকে ‘মৈত্রী’ শীর্ষক এই মহড়া চালিয়ে আসছে। এবারের মহড়া পাকিস্তানে অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের মহড়া হয়েছিলো রাশিয়ার ককেসাশ পার্বত্য এলাকায়, ভূসমতল থেকে ২,৩০০ মিটার উচ্চতায়। গত আগস্টে পাকিস্তান ও রাশিয়া এক ঐতিহাসিক চুক্তি সই করে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ নৌমহড়া

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ