Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিতা ধরতে মানুষ টোপ গুজরাটে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাঘ শিকারের জন্য এতদিন ছাগল টোপের কথা জানা গিয়েছিল। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ নামক গল্পটি নেহাৎই আখ্যান, তাও তার প্রেক্ষিত ছিল ভিন্ন সময়ের। কিন্তু প্রধানমন্ত্রীর নিজের রাজ্যেই মানুষ টোপ দেওয়া হচ্ছে মানুষমারা চিতা ধরতে। মাঝ নভেম্বর থেকে এখনও পর্যন্ত তিনজন মানুষ মেরেছে চিতাবাঘটি। তার আক্রমণে আহত হয়েছেন আরও পাঁচজন। দাহোড় জেলার ধানপুর তালুকের এ চিতা এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বন দফতরের। তাকে ধরতে ৯টি খাঁচা পাতা হয়েছে। তার একটি খাঁচায় বন্ধ হয়ে রয়েছেন বনবিভাগের তিন আধিকারিক। এ ঘটনা যে একেবারেই সৃষ্টিছাড়া, সেকথা স্বীকার করে নিয়েও ভদোদরা সার্কেলের মুখ্য বনপাল এস কে শ্রীবাস্তব জানিয়েছেন, ‘‘কখনও সখনও এ ধরনের এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হতেই পারে।’’ চিতা পাকড়ানোর মিশনের দায়িত্বে রয়েছেন শ্রীবাস্তবই। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিতা ধরতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ