মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কের নাগরিকদেরকে ইউরোপের পাসপোর্ট-ফ্রি শেনজেন অঞ্চলে শর্তসাপেক্ষে ভিসামুক্ত ভ্রমণের অনুমতি দেবে ইউরোপীয় কমিশন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এজিয়ান সাগর পাড়ি দিয়ে যেসব অভিবাসনপ্রত্যাশী গ্রিসে প্রবেশ করেছে, তাদের ফেরত নিতে তুরস্ক রাজি হওয়ার বিনিময়ে দেশটিকে ভিসামুক্ত ভ্রমণের এ সুযোগ দিচ্ছে ইইউ কমিশন। ইউরোপমুখী শরণার্থীদের ঢল কমিয়ে আনতে মার্চে তুরস্কের সঙ্গে একটি চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চুক্তিতে ২০ মার্চের পর এজিয়ান সাগর পাড়ি দিয়ে তুরস্ক থেকে গ্রিসে যাওয়া শরণার্থী যারা আশ্রয় প্রার্থনা করেনি বা যাদের আশ্রয়ের আবেদন বাতিল হয়েছে তাদের ফেরত নেওয়ার বিনিময়ে তুরস্ক সরকার নিজ নাগরিকদের জন্য এই সুবিধা চেয়েছিল। যদিও ইইউ-এর শর্তাবলী এখনো পূরণ করতে পারেনি তুরস্ক। তাছাড়া, শেনজেন অঞ্চলে তুর্কিদের ভিসা ছাড়া ভ্রমণের প্রস্তাব কার্যকর করতে ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্যভুক্ত দেশগুলোর অনুমোদন প্রয়োজন হবে। অপর এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় কমিশনের আশঙ্কা ভিসামুক্ত ভ্রমণের সুযোগ না দেয়া হলে তুরস্ক শরণার্থী নিয়ন্ত্রণে সহায়তা করবে না। বর্তমানে ভ্রমণ বা ব্যবসার প্রয়োজনে শেনজেন অঞ্চলে যেতে তুরস্কের নাগরিকদের তিন মাস মেয়াদে অস্থায়ী ভিসা নিতে হয়। নতুন চুক্তিটি অনুমোদন পেলে এর আর প্রয়োজন হবে না। কিন্তু এই চুক্তি ইউরোপের কোনও দেশে তুর্কিদের চাকরি করার অধিকার দেবে না। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও সাইপ্রাস ইইউ-র অন্তর্ভুক্ত হলেও তারা শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। তাই ওইসব দেশে যেতে তুরস্কের নাগরিকদের ভিসার প্রয়োজন হবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।