Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিন লাদেন বুঝেছিলেন আমেরিকানরা ৯/১১ ভুলে যায়নি : ওবামা

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ওসামা বিন লাদেন তার জীবনের শেষ মুহূর্তে উপলব্ধি করেছেন আমেরিকানরা ৯/১১ কে ভুলে যায়নি, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করার পাঁচ বছর পূর্তিতে গত সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা একথা বলেন। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার প্রতিষ্ঠাতা ও প্রধান বিন লাদেন হত্যাকা-ের পঞ্চম বার্ষিকী উপলক্ষে সিএনএন ওবামার ওই সাক্ষাৎকারটি গ্রহণ করে। সউদি আরবে জন্ম নেয়া দীর্ঘদিন পালিয়ে থাকা আল কায়েদা প্রধানকে খুঁজে বের করে হত্যা করা, প্রেসিডেন্ট হিসেবে ওবামার অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হয়। ২০১১ সালের ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গোপন অভিযান চালিয়ে বিন লাদনকে হত্যা করে।
এনডিটিভি, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিন লাদেন বুঝেছিলেন আমেরিকানরা ৯/১১ ভুলে যায়নি : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ