Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মনোনয়ন বাতিল : আইনজীবীদের কালো পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৫:৩৮ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনায়নপত্র বাতিলের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে কলো পতাকা মিছিল ও বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের বিএনপি সমর্থিত আইনজীবীরা। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে এ কর্মসূচি করেছেন আইনজীবীরা। একই সঙ্গে তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ এবং ব্যারিস্টার মইনুল হোসেনসহ বিরোধী দলের সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান। জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে শতাধিক আইনজীবী কালো পতাকা নিয়ে বিক্ষোভ ও মানবন্ধন করেন। যুব আইনজীবী ঐক্যফ্রন্টের ইস্টিয়ারিং কমিটির সদস্য আইনজীবী আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আইনজীবী আবেদ রাজা, মনির হোসেন, এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, ওয়াসিলুর রহমান বাবু, আরিফা জেসমিন নাহিন, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান, মির্জা আল মাহমুদ, কামাল হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ