Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামাস-হিজবুল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না করবিন

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন ফিলিস্তিন ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আর হিজবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। ইহুদিবাদী এবং ব্রিটিশ-ইসরাইলি লবির তীব্র চাপের মুখেও তিনি কিংবদন্তীতুল্য এ দুই দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন। সম্প্রতি শ্রমিক দল বা লেবার পার্টির একদল রাজনীতিবিদ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানানোর পর ব্রিটেনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত মার্ক রেগেভ এইসব রাজনীতিবিদের সঙ্গে সম্পর্কোচ্ছেদ করতে করবিনের ওপর চাপ দিয়ে যাচ্ছেন। শ্রমিক দলের একদল এমপিও এ ব্যাপারে করবিনের ওপর চাপ দিচ্ছেন। ইসরাইলপন্থি এই প্রেশার-গ্রুপ ইসরাইলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করার সশস্ত্র সংগ্রামে জড়িত দলগুলোর সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে লেবার পার্টির প্রধান করবিনের ওপর চাপ জোরদার করেছে। সম্প্রতি লেবার পার্টির এমপি নাজ শাহ ইসরাইলকে ফিলিস্তিন থেকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। গত সপ্তা’য় লন্ডনের সাবেক মেয়র ও লেবার দলের সদস্য কেন লিভিংস্টোন বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নাজ শাহের বক্তব্যের প্রতি সমর্থন জানান। ব্রিটেনের গণমাধ্যমগুলো ফিলিস্তিনি জনগণের ওপর চলমান ইসরাইলি যুদ্ধ-অপরাধকে এড়িয়ে চলছে বলে তিনি এইসব মিডিয়ার তীব্র সমালোচনা করেছেন। জার্মান নাৎসি নেতা হিটলার প্রথমদিকে একজন ইহুদিবাদী ছিলেন বলেও লন্ডনের মেয়র উল্লেখ করেন। তবে চাপের মুখে নাজ ও লিভিংস্টোনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। লন্ডনের মেয়রের প্রতি সমর্থন জানিয়ে কথা বলেছেন সাবেক লেবার দলীয় সাংসদ জর্জ গ্যালোওয়ে। তিনিও লিভিংস্টোনের বক্তব্যকে ঐতিহাসিক সাক্ষ্য-প্রমাণেরভিত্তিতে সত্য বলে স্বীকৃতি জানিয়েছেন এবং বলেছেন, নাৎসিবাদ ও ইহুদিবাদ একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামাস-হিজবুল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না করবিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ