Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখে আল্লাহ মারে কে কেনিয়ায় ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর শিশু উদ্ধার

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কেনিয়ার নাইরোবির বহুতল ভবন বিধ্বস্ত হওয়ার প্রায় চার দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় মাস বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। কেনিয়া রেডক্রসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে (০১:০০ জিএমটি) কম্বলে পেঁচানো অবস্থায় একটি ঝুড়ির মধ্য থেকে ছয় মাস বয়সী কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি পানিশূন্যতায় ভুগছিল। তবে তার শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার পাওয়া শিশুটির নাম ডিয়ালেরিন সিসি ওয়াসিক। তার বাবা তাকে সনাক্ত করেছে। শিশুটির মা’কে এখনো খুঁজে পাওয়া যায়নি। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর বন্যার মধ্যে শুক্রবার রাজধানী নাইরোবির ছয়তলা একটি ভবন বিধ্বস্ত হয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবিত উদ্ধারের আশাও কমে যাচ্ছে। ভবনের মালিক স্যামুয়েল কারানজা কামাউকে গত সোমবার গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে এখনও মুখ খোলেননি কামাউ। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, এখন পর্যন্ত বিধ্বস্ত ভবনটি থেকে ১৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতভর আরো কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাখে আল্লাহ মারে কে কেনিয়ায় ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর শিশু উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ