Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ীদের জন্য আমার দরজা সব সময় খোলা -প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১:১৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ব্যবসায়ীদের জন্য আমরা অনেক সুযোগ করে দিয়েছি। তাদের জন্য আমার দরজা সব সময়ই খোলা রয়েছে। কোনও প্রটোকল নেই, কিছু নেই। কোনও সমস্যা হলে তারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন।

রোববার জাতীয় রপ্তানি ট্রফি (২০১৫-১৬) প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আলোচ্য বছরের জন্য অনুষ্ঠানে মোট ৫৬ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রফি প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা ব্যবসায়ী আছেন, তারা কোন পণ্য কোন দেশে রপ্তানি করলে ভালো হয় সেটা বুঝার চেষ্টা করুন। সরকার সাধ্যমতো আপনাদের সহায়তা করবে।

তিনি বলেন, সময় বেশি নেই, তারপর কি হয় জানি না। তারপরও যতটা সময় আছে, তার মধ্যেই আপনার সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবো।

রপ্তানির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় আসার পর প্রধান লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন। আশা করি মানুষকে সেই উন্নয়ন দেখাতে পেরেছি। দেশের রপ্তানি বাড়াতে সর্বাত্মক চেষ্টা করেছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারবাহিকতায় আজ বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করছে। আগে বছরব্যাপী রপ্তানি নীতিমালা ছিল। পরে সেটা দীর্ঘমেয়াদি করেছি। একটা কাজ ভালোমত করতে হলে তো লম্বা সময়ের প্রয়োজন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ