পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গতকাল বেলা ১০টার দিকে সংস্থাটির চার সদস্যের একটি প্রতিনিধি দল অস্থায়ী আদালত পরিদর্শন করেন। নাইকো দুর্নীতি মামলায় এফবিআইয়ের কয়েকজন কর্মকর্তা বাংলাদেশে সাক্ষী দিতে আসা উপলক্ষ্যে নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ে এই দলটিকে পাঠানো হয়েছে। কারা সংশ্লিষ্ট সূত্রে এসব বিষয় জানা গেছে।
কারা সূত্র জানায়, নাইকো দুর্নীতি মামলায় সাক্ষী দিতে এফবিআইয়ের কয়েকজন কর্মকর্তা বাংলাদেশে আসবেন। সে জন্য এফবিআইয়ের প্রতিনিধি দল পুরনো কারাগারের অস্থায়ী আদালতের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন। বেলা ১০টার পরে তারা আদালতের ভেতরে প্রবেশ করেন। ৫০ মিনিটের মতো উপস্থিত থেকে তারা চলে যান। সূত্র জানায়, নাইকো দুর্নীতি মামলার প্রধান সাক্ষী ১১ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। ১২ ডিসেম্বর তিনি কোর্টে হাজির হবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় সেখানে অস্থায়ী বিশেষ আদালত বসানো হয়েছে। সেখানেই নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।