Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বিশ্বের সবচেয়ে বড় হোটেল মালিক প্রতিষ্ঠান ম্যারিয়ট ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদের মালিকানাধীন হোটেলগুলো থেকে যারা সেবা গ্রহণ করেছেন তাদের ৫০ কোটি জনের তথ্য চুরি করেছে হ্যাকাররা। এসব তথ্যের মধ্যে পাসপোর্টের তথ্য থেকে শুরু করে ক্রেডিট কার্ডের তথ্যও রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাজার খোলার আগে শেয়ার প্রবণতার যে তথ্য পাওয়া গেছে তাতেই ম্যারিয়ট ইন্টারন্যাশনালের শেয়ারের দাম ৪ শতাংশ পড়ে যেতে দেখা গেছে। ম্যারিয়ট জানিয়েছে, চার বছর আগে থেকে হ্যাকিং শুরু হয়েছে। যে ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি হয়েছে তাদের মধ্যে ৩২ কোটি ৭০ লাখের ক্ষেত্রে পাসপোর্ট, ফোন নম্বর এবং ইমেইল এড্রেস চুরি হয়েছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ক্রেডিট কার্ডের তথ্যও চুরি হয়ে থাকতে পারে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ