Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেলেঙ্গানার কংগ্রেস প্রধান আজহারউদ্দিন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আজহারউদ্দিনকে তেলেঙ্গানা রাজ্যের কংগ্রেস প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব প্রদান করেন। এর মধ্য দিয়ে ১৮ বছর পর বড় কোন পদ পেলেন সাবেক এ দেশসেরা ক্রিকেটার। আজহারউদ্দিন সাংবাদিকদের বলেন, ভীষণ ভাল লাগছে। এ জন্য আমি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এই দায়িত্ব দেয়ার জন্য। রাজ্যের কংগ্রেস প্রধানের দায়িত্ব পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিলেন আজহার। তিনি বলেন, ওই দলটা (বিজেপি) তো কেবল মূর্তি বসিয়ে যাচ্ছে! ৩ হাজার ৬০০ কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়ে কী হয়েছে বলুন তো! মানুষ খেতে পাচ্ছে না। খাবার নেই। পানি নেই। হাসপাতাল নেই। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান আজহারউদ্দিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ