Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিটিজেনশিপ বিলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এনইএসও

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশান (এনইএসও) শুক্রবার সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিলের বিরুদ্ধে ভারতের ছয়টি উত্তর-পূর্ব প্রদেশের রাজধানীতে বিক্ষোভ করেছে। শিলং, ইটানগর, আগরতলা, ইমফাল, আইজল এবং কোহিমাতে এনইএসও’র বিভিন্ন ইউনিট বিক্ষোভ প্রদর্শন করেছে। ১৪ নভেম্বর গোয়াহাটিতে এক বৈঠকে এই বিক্ষোভের ব্যাপারে সিদ্ধান্ত হয়। শিলংয়ে বিলের বিরুদ্ধে শত শত শিক্ষার্থী খাসি স্টুডেন্টস ইউনিয়ন এবং গারো স্টুডেন্টস ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করে। কেএসইউ প্রেসিডেন্ট লাম্বোকসটারওয়েল মার্নগার, জেনারেল সেক্রেটারি ডোনাল্ড ভি থাবাহ এবং গারো স্টুডেন্টস ইউনিয়ন প্রেসিডেন্ট তেংসাক জি মোমিন বিলের ব্যাপারে মেঘালয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারকে এই বিলটি বাতিল করতে বলেছেন। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনইএসও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ