Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অভিনয় করে তোতলামি সারিয়েছেন এমিলি ব্লান্ট

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অভিনেত্রী এমিলি ব্লান্ট একেবারে শৈশব থেকেই তোতলাতেন। একসময় তিনি আবিষ্কার করেন অভিনয় তোতলামি থেকে সেরে উঠবার একটি লাগসই উপায়। শৈশব থেকে কৈশোর পর্যন্ত এমিলি তোতলামি ও কথা বলার সমস্যায় ভুগেছেন। তিনি টেনে কথা বলতে পারতেন না বলে সেসময় যারা অবলীলায় কথা বলতে পারে তাদে লক্ষ করতেন ও কথা শুনতেন। তিনি বলেন : “ আমি অনর্গল কথা বলতে পারতাম না বলে অন্যদের লক্ষ্য করতাম আর তাদের কথা শুনতাম। আমি যখন টিউব ট্রেনে ভ্রমণ করতাম, অবাক হয়ে সবাইকে দেখতাম আর তাদের নিয়ে গল্প বানাতাম। সবসময় অন্যকে নকল করার এক ধরণে ধাত ছিল আমার মাঝে। “আমি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেছিলাম, কারণ এটিই ছিল আমার জন্য একমাত্র উপায় যে ভাবে আমি স্বাভাবিকভাবে কথা বলা রপ্ত করতে পারি। আমি হলাম সেই কিশোরী যে ওপর তলায় গিয়ে নিজে নিজে আয়নার সামনে বিভিন্ন কাজ করা চেষ্টা করত। আমি অন্য কাউকে বলতে পারতাম না খুব গোপনীয়তাপ্রিয় ছিলাম বলে।” একটি সাময়িকীকে দেয়া সাক্ষাতকারে এমিলি ব্লান্ট শৈশবে তার তোতলামির ধাত কাটিয়ে ওঠার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ