রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাগলনাইয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামুন (২৫) নামের বেকারী শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামুনের নাক ফেটে যাওয়ায় নাকে ১২ সেলাই ও কপালে পাঁচটি সেলাই দেয়া হয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গমোড়া গ্রামে।
এ ব্যাপারে মামুনের ভাই মাঈন উদ্দিন আযাদ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানা একটি মামলা করেছে। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় লাঙ্গমোড়া গ্রামের রফিক আহাম্মেদর ছেলে চট্টগ্রামের বেকারি শ্রমিক মো. মামুন একই গ্রামের আবুল হাসেমের ছেলে মো. রাজুর (২৩) চা-দোকানে নাশতা করতে যায়। এ সময়ে মামুনকে বাসী নাশতা দেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজু তার সহযোগী রুবেল, নাজিম, রাকিবসহ একদল সন্ত্রাসী লোহার রড, লাঠি ও ছেনি নিয়ে মামুনের ওপর অতর্কিতভাবে আক্রমণ চালায়। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মুর্শেদ পিপিএম মামুনের ওপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।