Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় বেকারি শ্রমিককে কুপিয়ে আহত

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ছাগলনাইয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামুন (২৫) নামের বেকারী শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামুনের নাক ফেটে যাওয়ায় নাকে ১২ সেলাই ও কপালে পাঁচটি সেলাই দেয়া হয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গমোড়া গ্রামে।

এ ব্যাপারে মামুনের ভাই মাঈন উদ্দিন আযাদ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানা একটি মামলা করেছে। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় লাঙ্গমোড়া গ্রামের রফিক আহাম্মেদর ছেলে চট্টগ্রামের বেকারি শ্রমিক মো. মামুন একই গ্রামের আবুল হাসেমের ছেলে মো. রাজুর (২৩) চা-দোকানে নাশতা করতে যায়। এ সময়ে মামুনকে বাসী নাশতা দেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজু তার সহযোগী রুবেল, নাজিম, রাকিবসহ একদল সন্ত্রাসী লোহার রড, লাঠি ও ছেনি নিয়ে মামুনের ওপর অতর্কিতভাবে আক্রমণ চালায়। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মুর্শেদ পিপিএম মামুনের ওপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক

৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ