Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা নয়

প্রশাসনে রদবদলে আগ্রহী নয় ইসি : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গণভবনে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধির লঙ্ঘন নয়। তবে গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। কেউ যদি নির্বাচনী প্রচার সংক্রান্ত অভিযোগ প্রদান করে তবে আমরা বিষয়টি খতিয়ে দেখবো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। গতকাল শুক্রবার কমিশনার রফিকুল ইসলাম তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
নর্বাচন কমিশনার বলেন, প্রশাসনে রদবদলে আগ্রহী নয় নির্বাচন কমিশন। তবে কমিশন কর্মকর্তাদের পেশাদারিত্বের দিকে বেশি নজর দিবে। প্রশাসনে এখনই রদবদলের কোন পরিকল্পনা আমাদের নেই। এর মূল কারণ হচ্ছে পেশাদারিত্ব। আমরা অধিক গুরুত্ব দিচ্ছি তাদের পেশাদারিত্বের বিষয়ে। তবে কোন কর্মকর্তা পেশাদারিত্বের পরিচয় দিতে ব্যর্থ হলে আমরা ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবো। এমনকি কেউ কোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনলে আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো।
গণভবনে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর আয়োজন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, এটা আচরণবিধি লঙ্ঘন হয়নি। কারণ তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী। আর গণভবন ওনার বাসভবন। তিনি তার বাসভবনে যে কারো সঙ্গে দেখা করতে পারেন। তবে সরকারি গণভবনে বসে নির্বাচনী কোন প্রচারণা করা যাবে না। কেউ যদি নির্বাচনী প্রচার সংক্রান্ত অভিযোগ প্রদান করে তবে আমরা বিষয়টি খতিয়ে দেখবো। তিনি বলেন, তারা আসছেন, দেখা করেছেন, সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রীকে। তার নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন। আমি যতটুকু আচরণ বিধিমালা বুঝি, তাতে মনে হচ্ছে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, কমিশন কোন ধরণের চাপে নেই। নির্বাচন কমিশন সকল বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখছে। পোলিং এজেন্ড থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীদের ব্যাপারেই গুরুত্ব দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ