গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল (মঙ্গলবার) সকালে কাস্টমস হাউসের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বারেকবিল্ডিং মোড় ঘুরে পুনরায় কাস্টমস হাউসের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
এতে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সদস্য (আয়কর: লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মাহবুবুর রহমান, আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৬ উদযাপন কমিটির আহŸায়ক কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম কাস্টমস কমিশনার হোসেন আহমদ, অতিরিক্ত কমিশনার আজিজুর রহমানসহ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এবারের কাস্টমস দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। নগরীর বিমানবন্দর থেকে সিটি গেইট পর্যন্ত বিভিন্ন ব্যানার ফেস্টুনে সাজানো হয়। এছাড়া বিভাগীয় শহর ও জেলা পর্যায়েও দিবসটির প্রতিপাদ্য বিষয় ও সচেতনতামূলক বিভিন্ন ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। গতকাল র্যালী শেষে কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার হোসেন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সংসদ সদস্য এমএ লতিফ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর: লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মাহবুবুর রহমান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।