পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বরিশাল ব্যুরো : নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে গতকাল জাতীয় আয়কর দিবস পালিত হয়েছে। এবার দিবসটির স্নোগান ছিলো- ‘উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন, আয়করের উদ্দেশ্য, সমৃদ্ধ আয়ের বাংলাদেশ’। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় নগরীর বান্দ রোডে কর ভবনের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে আয়কর দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে সেখানে কর কমিশনারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মো. নাইমুল ইসলাম, উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ। বক্তারা দেশের উন্নয়নে আয়কর দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।