Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সঙ্গীতাঙ্গণে আলোচিত নাম এমএমপি রনি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

তার নাম মোহাম্মদ রনি হোসেন হলেও মিউজিক ইন্ডাস্ট্রিতে সবাই তাকে চেনে এমএমপি রনি হিসেবে। এই সময়ে যে কয়জন মিউজিক ডিরেক্টর কম্পোজিশন ও সাউন্ড দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন এমএমপি রনি তাদের মধ্যে অন্যতম। এমএমপি মানে হচ্ছে মাল্টি মিউজিক প্লেয়ার। রনির ভেতর এর সব গুণই রয়েছে। রনির শুরু ডিজে হিসেবে। নিজেদের ব্যান্ড মিউজিক ক্রিয়েটের ড্রামার ছিলেন। এরপর পরিপূর্ণভাবে যুক্ত হন সঙ্গীতে। কিছুদিন আগে আসিফ আকবরের ‘ও প্রিয়া তুমি কেমন আছো’Ñএর মিউজিক করে আলোচনায় আসেন রনি। তার কম্পোজিশনে ইতোমধ্যে গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, ইমরান, আগুন, মিলন, কাজী শুভ, দিলরুবা খান, পূজা, শফিক তুহিন, ইলিয়াস, ধ্রæব গুহ, ইমন খান, এসডি সাগরসহ আরো অনেক কন্ঠশিল্পী। বর্তমানে রনি ব্যস্ত আসিফ আকবর, মিলনসহ একঝাঁক তারকার নতুন গানের কাজ নিয়ে। ব্যবসায়ী বাবার পুত্র রনি ব্যবসায়ী না হয়ে জড়িয়েছেন সঙ্গীতে। রনি বলেন, 'বাবা প্রথমে বুঝতেন না। এখন স্ত্রী সিথিসহ পরিবারের সবাই মিউজিকে সাপোর্ট দিচ্ছে।' রনির মিউজিকে জনপ্রিয় কিছু গান হচ্ছে আসিফ আকবরের ও প্রিয়া তুমি কেমন আছো, আসিফ আকবর ও সালমার আই অ্যাম ইন লাভ, মিলনের ল²ীসোনা, কুমার বিশ্বজিতের তুমি তুমি, কাজী শুভ-ন্যান্সির নাম কী তোমার, ইমরানের প্রিয় অভিমান ইত্যাদি। নিজের ক্যারিয়ার ভাবনা নিয়ে রনি বলেন, কখনোই পরিকল্পনা নিয়ে কিছু করিনি। প্রতিদিনই মিউজিক আর সাউন্ডের ভ্যারিয়েশন খুঁজি। আমি আসলে শোতাদের চাহিদা, আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আমার কাজটা করে যেতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ