Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আয়কর দিবসে শোভাযাত্রা করবে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:৩০ এএম

আয়কর দিবস উপলক্ষে আজ ৩০ নভেম্বর রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে র‌্যালি করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। র‌্যালি করার অনুমতি চেয়ে গত বুধবার নির্বাচন কমিশন সচিবের কাছে চিঠি দিয়েছে এনবিআর সদস্য (লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) সিরাজুল ইসলাম।
চিঠিতে বলা হয়েছে, ৩০ নভেম্বর আয়কর দিবস উদযাপিত হবে। দিবসটির তাৎপর্য জনসাধারণের কাছে তুলে ধরতে রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে র‌্যালির আয়োজন করা হবে। এতে পুরস্কারপ্রাপ্ত করদাতা সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রী, দেশবরেণ্য খেলোয়াড়সহ পেশাজীবীরা উপস্থিত থাকবেন। তবে র‌্যালিতে কোনো রাজনৈতিক দলের নেতানেত্রী উপস্থিত থাকবেন না বলে জানিয়েছে এনবিআর।
উল্লেখ, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিলের পুনঃনির্ধারিত সময়সূচি অনুসারে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় সভা সমাবেশ করতে হলে নির্বাচন কমিশনের অনুমতি লাগে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আয়কর

৩০ নভেম্বর, ২০২১
৪ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ