পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাশকতার মামলায় বিএনপি’র যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার খায়রুল কবির খোকন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেদুর রহমান টিটু পুলিশ দায়েরকৃত পৃথক দুটি নাশকতার মামলায় নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতে আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত খোকনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে মহসিন হোসাইন বিদ্যুত ও অ্যাডভোকেট খালেদুর রহমান টিটুর জামিন মঞ্জুর করেন আদালত। কিন্তু পুলিশ পরে বিনা মামলা ও ওয়ারেন্টে মহসিন হোসাইনকে কোর্ট এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের মধ্যে ব্যাপক গ্রেফতার ভীতি ছড়িয়ে পড়ে। মোবাইল ফোনে যোগাযোগ করে বিএনপি’র অনেক নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি। প্রথম ও দ্বিতীয় সারির প্রায় সকল নেতাদের-ই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রায়পুরা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন জানিয়েছেন, নরসিংদী থানা পুলিশের পিএস আই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে গত ফেব্রæয়ারি মাসে নরসিংদী সদর মডেল থানায় থানায় এই দুটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে সদর উপজেলার ঘোড়াদিয়া সঙ্গীতা এলাকার তিতাস গ্যাস অফিস কোয়ার্টারের পূর্ব পাশে আসামিরা একত্রে জমায়েত হয়।
এই মামলা দায়েরের সময় জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ নরসিংদী কারাগারে অন্য মামলায় বন্দী ছিলেন। খায়রুল কবির খোকনকে এই মামলায় প্রথমে আসামি করা হয়নি। বিএনপি নেতা জানিয়েছেন, এটি একটি গায়েবি মামলা। মামলার ঘটনাস্থল তারিখ আসামি মিথ্যা এবং কল্পিত। এই মামলায় খায়রুল কবির খোকনকে জড়ানো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। খোকন (নরসিংদী-১) সদর আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি’র একক প্রার্থী হিসেবে তিনি এই আসনে নির্বাচন করবেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রধানমন্ত্রীর নিকট গায়েবি মামলার সকল তালিকা প্রদান করার পরও পুলিশ হঠাৎ করে এই মামলায় খায়রুল কবির খোকন, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রব ফকির রনিসহ জেলা থানা শহর ওয়ার্ড ও ইউনিয়ন লেভেলের পৌনে তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করে হঠাৎ চার্জশিট দাখিল করে। পুলিশ চার্জশিট দিয়ে সাথে সাথেই নেতা-কর্মীদেরকে গ্রেফতার অভিযান চালায়। এই অবস্থায় নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালে খায়রুল কবির খোকন ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ও অ্যাডভোকেট খালেদুর রহমান টিটো জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।