Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিকাশ বাধাগ্রস্ত এক-তৃতীয়াংশ শিশু ভারতে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রতিটি দেশে অপুষ্টিজনিত সমস্যা প্রকট বলে সতর্ক করে দিয়েছে নতুন একটি জরিপ। আর বিশ্বের এক-তৃতীয়াংশ খর্বকায় শিশু ভারতে বলে জানানো হয়েছে। কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। কেবল অপুষ্টিজনিত কারণে চার কোটি ৬০ লাখ খর্বকায় শিশুর বোঝা বহন করতে হচ্ছে ভারতকে। দেশটিতে এ ছাড়া প্রায় আড়াই কোটি লোক দুর্বল স্বাস্থ্যের অধিকারী। উচ্চতা অনুযায়ী তাদের শরীরের ওজন যথেষ্ট নয়। চলতি বছরের গ্লোবাল নিউট্রিশন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৫ কোটি আট লাখ শিশু খর্বকায়। আর পুষ্টির অভাবে হাড্ডিসার পাঁচ কোটি পাঁচ লাখ শিশু। সেন্টার ফর ফুড পলিসির পরিচালক কোরনিননা হোকস বলেন, পরিস্থিতি এত খারাপ হবে কেন? আগের চেয়ে যখন এ বিষয়ে আমাদের অনেক বেশি জ্ঞান আছে, তখন বিষয়টি এত খারাপের দিকে যাওয়ার কারণ কী? অপুষ্টির সবচেয়ে কঠিন আঘাত হেনেছে এশিয়া অঞ্চলে। যদিও খর্বকায় শিশুদের সংখ্যা এ অঞ্চলে আগের তুলনায় কমেছে। ২০০০ সালে যেটি ছিল ৩৮ শতাংশ, ২০১৭ সালে সেটি ২৩ শতাংশে নেমে এসেছে। অপুষ্টির কারণে ভারতে রক্তস্বল্পতার হার উচ্চপর্যায়ে রয়েছে। জন্মহার ও বিকাশও কম। এ ছাড়া এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত এ প্রবণতা স্থায়িত্ব পাচ্ছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ