মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। চীনের সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন ও দমন-পীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্র বেইজিংয়ের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে যখন খবর বেরিয়েছে, তখনই চীন এ হুঁশিয়ারি উচ্চরণ করল। আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যে বুয়েন্সআয়ার্সে রওয়ানা দেয়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কুই তিয়ানকাই বার্তা সংস্থা রয়টার্সের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, চীন আশা করে, বুয়েন্সআয়ার্সে এমন একটি চুক্তি হবে যার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষতিকারক বাণিজ্যযুদ্ধ বন্ধ হবে। বিশ্ব অর্থনীতির স্বার্থে যুক্তরাষ্ট্র ও চীনের অংশীদারিত্বমূলক দায়িত্বের কথা উল্লেখ করে কুই বলেন, যুক্তরাষ্ট্র যদি বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে দ্ব›দ্ব সৃষ্টির চেষ্টা করে তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, “১৯৩০ সালে শিল্পোন্নত দেশগুলোর মধ্যকার শুল্কযুদ্ধ বিশ্ববাণিজ্য ধ্বংস করেছিল এবং তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়ায়। ইতিহাসের এই শিক্ষা আমাদের সামনে রয়েছে। গত শতাব্দিতে আমরা দুটি বিশ্বযুদ্ধ ও বিশ্বমন্দার মুখোমুখি হয়েছি। আমি মনে করি কারোরই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানো উচিত হবে না।” সিনহুয়া,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।