Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেস্টারস্তুতি

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

মৌসুমের শুরুতে ইপিএলের শিরোপা লড়াইয়ে লেস্টারের পক্ষে বাজির দর ছিল ৫০০০:১। বাজি ধরার প্রতিষ্ঠান আর ফুটবল বিশেষজ্ঞদের সব হিসেব পাল্টে দিয়ে সাফল্যের চ‚ড়ায় বসল তারা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো লেস্টার সিটির এই সাফল্যগাথাকে আখ্যা দেন ‘রূপকথা’ বলে।
লেস্টারের এমন সাফল্যে চারদিকে ধন্য ধন্য রব। প্রথমবারের মতো লিগ শিরোপা জেতা ক্লাবটিকে অভিনন্দন জানাতে গিয়ে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ফুটবলের বিশালতা আর সৌন্দর্যকেই তুলে ধরলেন, ‘এই কারণেই আমরা সবাই ফুটবল ভালোবাসি। অভিনন্দন।’
টটেনহ্যামের সাবেক খেলোয়াড় এবং বর্তমানে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেলও নতুন চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান, ‘এলসিএফসিকে (লেস্টার সিটি ফুটবল ক্লাব) অভিনন্দন, অসাধারণ মৌসুম!! ফুটবল ভালোবাসি।’
ইংল্যান্ড ও লেস্টার সিটির সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার বলেন, লেস্টার সিটির প্রিমিয়ার লিগের শিরোপা জেতার ঘটনাকে দেখছেন তার জীবদ্দশায় ‘ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় অঘটন’ হিসেবে।
গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন চেলসির অধিনায়ক জন টেরি বলেন, ‘পুরো মৌসুম জুড়ে মানুষ বলে গেছে, তারা পরের ম্যাচেই হারবে। কিন্তু তারা জিতে গেছে। এ বছর তারা যা করেছে সেটা করা অবিশ্বাস্য এবং ছোটো দলগুলোকে আশা দিয়েছে তারা।’
ম্যানচেস্টার সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘ইংল্যান্ডের নতুন চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে অভিনন্দন। শ্রদ্ধা।’
চেলসির সঙ্গে ড্র করা টটেনহ্যামের কোচ মাওরিসিও পচেত্তিনো বলেন, ‘সবার আগে আমি লেস্টার আর ক্লাওদিও রানিয়েরি এবং তার খেলোয়াড় ও সমর্থকদের অভিনন্দন জানাই। তাদের জন্য বড় এক মৌসুম ছিল এটাÑআমাদের শুধু পরের মৌসুমে আরও শক্তিশালী হতে হবে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বাদ থাকেননি তাদের এমন সাফল্যে মুখ খুলতে। বলেছেন, ‘অনেক অনেক অভিনন্দন। যোগ্যতার বিচারেই শিরেপা জিতেছে লেস্টার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেস্টারস্তুতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ