Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হায়দারাবাদ বিপ্লবের নাম মুস্তাফিজ

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএল আসরে চমক উপহার দেওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের প্রশংসা এখন সর্বত্র। প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটবোদ্ধা, সমর্থক এমনকি একনেকের সভায় এই কাটার মাস্টারের প্রশংসা করে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও। এবার এই বিস্ময় বালকের পারফরম্যান্সে মুগ্ধ হওয়ার কথা জানালেন হায়দারাবাদের মেন্টর মুত্তিয়া মুরালিধরন। দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ-বন্দনা করে লঙ্কান ক্রিকেট গ্রেট মুরালি বলেন, ‘হায়দারাবাদের হয়ে দারুণ পারফরম্যান্সে মুস্তাফিজ অপরিমেয় সম্ভাবনার কথা জানান দিয়েছেন। সে শুধু বাংলাদেশ ক্রিকেটে নয়, হায়দারাবাদের চলতি মৌসুমেও বিপ্লব ঘটিয়েছে। আমি মনে করি, ঠিকমতো পরিচর্যা করলে দীর্ঘ ক্যারিয়ারে মুস্তাফিজ অনেক দূর যেতে পারবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হায়দারাবাদ বিপ্লবের নাম মুস্তাফিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ