Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পেছালো প্রথম বিভাগ হকি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চলতি মাসে দলবদল কার্যক্রম শেষ হলেও পেছালো গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগের খেলা। পূর্ব নির্ধারীত সূচী অনুযায়ী এই লিগ মাঠে গড়ানোর কথা ছিলো আগামী ১৫ ডিসেম্বর থেকে। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দিনক্ষণ ঠিক রাখতে পারেনি বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাহফে’র গভর্নিং বডির (জিবি) সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের পরেই শুরু হবে প্রথম বিভাগ হকি লিগের খেলা। লিগের এবারের আসরে অংশ নেবে ১১টি ক্লাব। দলগুলো হলো- বাংলাদেশ রেলওয়ে, বর্ণক সমাজ, শান্তিনগর স্পোর্টিং ক্লাব, পিডাবøুডি, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, মুক্তবিহঙ্গ, ঢাকা হকি ইউনাইটেড, ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব, কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, শিশু কিশোর সংঘ ও দিলকুশা স্পোর্টিং ক্লাব। গত ২৫, ২৬ ও ২৭ নভেম্বর চলে প্রথম বিভাগ হকি লিগের দলবদল কার্যক্রম। তিন দিনের এই কার্যক্রমে লিগের সাত ক্লাবের ৪৭ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে হকি ইউনাইটেড ক্লাবের আটজন, পিডাবøুডির ১২ জন, ব্যাচেলার্স এসসির পাঁচজন, ফরাশগঞ্জের তিনজন, কম্বাইন্ড এসসি ছয়জন, শিশু কিশোর সংঘের সাতজন ও দিলকুশার ছয়জন খেলোয়াড় দলবদল করেন। এবারের লিগে প্রত্যেক ক্লাব দু’জন করে বিদেশী খেলোয়াড় খেলাতে পারবেন। স্থানীয় খেলোয়াড়দের দলবদল শেষ হলেও বিদেশীদের এখনো বাকি রয়েছে। তবে লিগের খেলা শুরুর আগে এসে তারা নিজ নিজ দলের পক্ষে দলবদল করবেন বলে হকি ফেডারেশন সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ