মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসন্ন পুতিন ও ট্রাম্পের মধ্যকার বৈঠক বাতিল হতে পারে। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন নিয়ে সা¤প্রতিক সংকটের কারণে তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে নির্ধারিত বৈঠকটি বাতিলও করে দিতে পারেন। আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে শিল্পোন্নত দেশগুলোর জি-২০ সম্মেলনের সাইডলাইনে এ দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল। এতে পশ্চিমাদের সঙ্গে মস্কোর উত্তরোত্তর উত্তেজনা বৃদ্ধি, অস্ত্র চুক্তি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেইন ইস্যু নিয়ে কথা হবে বলে ধারণা করা হচ্ছিল। সম্প্রতি ইউক্রেনের তিনটি জাহাজের দিকে রুশ বাহিনীর ছোড়া গুলি ও সেগুলো জব্দের ঘটনায় ওয়াশিংটন এখন বৈঠকটি বাতিলের চিন্তা-ভাবনা করছে, জানিয়েছে বিবিসি। মঙ্গলবার ট্রাম্প ওয়াশিংটন পোস্টকে বলেছেন, তিনি ক্রিমিয়া উপকূলের কাছে রোববারের ঘটনার ‘পূর্ণাঙ্গ বিবরণের’ অপেক্ষা করছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দল এ প্রতিবেদন দেবে; যার ওপর ভর করেই বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হবে, জানান মার্কিন প্রেসিডেন্ট। “সম্ভবত আমার সঙ্গে তার (পুতিন) বৈঠক হবে না। হয়তো আমিই আর করতে চাইবো না। আমি আগ্রাসন পছন্দ করি না। আমি কোনোভাবেই আগ্রাসন চাই না,” বলেন তিনি। ট্রাম্পের এ বক্তব্যের আগেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নয়ের্ত বলেন, তার দেশ রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেখতে চায়। ওয়াশিংটন ইউরোপীয় দেশগুলোকে ইউক্রেইনের সহায়তায় আরও বেশি কিছু করারও আহŸান জানিয়েছে।অবৈধভাবে পানিসীমায় প্রবেশের অভিযোগ তুলে রোববার রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনের দুইটি গানবোট এবং একটি টাগবোট জব্দ করে। এ ঘটনায় কিয়েভ মস্কোর বিরুদ্ধে ‘আগ্রাসনের; অভিযোগ তুললেও ক্রেমলিন বলছে, আগে থেকে না জানিয়ে তাদের জলসীমায় গানবোট পাঠিয়ে ইউক্রেইন ইচ্ছা করেই ‘যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি’ করেছে। রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি পরদিন জানায়, তাদের সীমান্ত টহল বোটগুলো ইউক্রেইন নৌবাহিনীর জাহাজ জব্দ এবং সেগুলো থামাতে অস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের ২৪ নাগরিককে আটক এবং আহত তিন নাবিকের চিকিৎসারও খবর দেয় তারা। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।