Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান মোদিকে আমন্ত্রণ জানাবে সার্ক সম্মেলনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সালকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। সার্কের ১৯তম সম্মেলনকে কেন্দ্র করে সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক শীতল হয়ে পড়ে। ভারত ২০১৬ সালের ওই সম্মেলন বর্জনের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশ, আফগানিস্তান ও ভূটানও সম্মেলনে যোগ দেবে না বলে জানায়। পরে সম্মেলনটি বাতিল করা হয়। এখন নতুন করে দেশগুলোর মধ্যে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে পাকিস্তান। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ