Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী দলগুলো থেকে প্রায় ছয়শ মনোনয়ন দাখিল

মো: আব্দুর রহিম | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন গতকাল ইসলামী দলগুলোর মধ্যে জোটভূক্ত দলগুলো জোটের মনোনয়ন বাইরেও নিজ নিজ দল থেকে এককভাবে দলীয় প্রতিকে মনোনয়ন দাখিল করেছে। মহাজোটে থাকা ইসলামী দলগুলো মহাজোটের মনোনয়ন ছাড়াও নিজ দল থেকে মনোনয়ন দাখিল করেছে। এরশাদের সম্মিলিত জাতীয় জোটভূক্ত নিবন্ধিত বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জোট থেকে মনোনয়ন না পেয়ে এককভাবে মনোনয়ন দাখিল করেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ খেলাফত আন্দোলন এককভাবে মনোনয়ন জমা দিয়েছে। পাওয়া তথ্য মতে মহাজোটভূক্ত ইসলামী দল তরিকত ফেডারেশন জোট থেকে দুইটি ও জাকের পার্টি একটি আসন পেয়েছে। তরিকত ফেডারেশনের ২৫ জন এককভাবে মনোনয়ন দাখিল করেছে। জাকের পার্টির কতজন দলীয় প্রতিকে মনোনয়ন দাখিল করেছে তা জানা যায়নি। এরশাদের জোটভূক্ত বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৪৫টি আসনে মনোনয়ন দাখিল করেছে। ২০দলীয় জোটভূক্ত বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ১৫টি, খেলাফত মজলিস ১৯টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৩টি ও ইসলামী ঐক্যজোট (রকিব) ১টি আসনে মনোনয়ন দাখিল করেছে। জোটের বাইরে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে মনোনয়ন দাখিল করেছে। ইসলামী ঐক্যজোট এককভাবে দলীয় প্রতিকে ৫০টি আসনে মনোনয়ন দাখিল করেছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে ২৬ জন মনোনয়ন দাখিল করেছে। বাংলাদেশ মুসলিমলীগের দলীয় হারিকেন প্রতীকে গণ ঐক্যজোটের ব্যানারে ৯০ জন মনোনয়ন দাখিল করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ