Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আচরণবিধি লঙ্ঘন করছে সরকারদলীয়রা বিবৃতিতে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সর্বশেষ তথ্য অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেছে। ইসলামী আন্দোলনের নির্বাচনী এলাকার স্ব স্ব প্রার্থীগণ গতকাল মনোনয়ন জমাদানের শেষ দিনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেছেন বলে দলের নির্বাচন পরিচালনা বোর্ড নিশ্চিত করেছে। উল্লেখ্য, ইসলামী আন্দোলনই একমাত্র দল যারা ৩০০ আসনে তাদের দলীয় প্রতীকে নির্বাচনী মাঠে প্রতিদ্ব›িদ্বতা করবে।
ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস, কালো টাকা ও পেশীশক্তি নির্ভর রাজনীতি নিষিদ্ধ করে এসব অপশক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। তিনি বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের এমপিমন্ত্রীরা নিজ নিজ এলাকায় এখনো জোর প্রচারণা চালাচ্ছে, শো-ডাউন ও মতবিনিময় সভা করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টির দায়িত্ব ইসির। কিন্তু ইসির আচরণই প্রশ্নবিদ্ধ।
গতকাল এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, সব দলের জন্য সমান সুযোগ তৈরি না করলে নির্বাচন একপেশে হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। তিনি বলেন, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারলে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটবে, ইনশা আল্লাহ। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ