Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লপ হবার পথে ‘ভাইয়াজি সুপারহিট’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ফিল্মটির নাম ‘ভাইয়াজি সুপারহিট’ হলেও মুক্তি পাবার পর তা সুপারহিট তো দূরের কথা হিট বা গড় সাফল্য তো পায়ই নি এখন যদি কোনও মতে ফ্লপ হওয়া থেকে রক্ষা পায় সেদিকে তাকিয়ে আছে বিনিয়োগকারীরা; তাদের আশা পূরণ হবে বলে মনে হয় না কারণ এই শুক্রবার মুক্তি পাচ্ছে ‘২.০’। সপ্তাহ খানেক আগে ‘মহল্লা আসসি’র বিপর্যয়ের পর এই সপ্তাহে ‘ভাইয়াজি সুপারহিট’ ফিল্মটির এই অবস্থা তাতে বর্তমানে বলিউডের ফিল্মের দর্শকদের সানি দেওলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। নীরাজ পাঠক অ্যাকশন কমেডি ‘ভাইয়াজি সুপারহিট’ পরিচালনা করেছেন। ফিল্মটিতে অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিনতা, আরশাদ ওয়ার্সি, আমিশা পাটেল, শ্রেয়াস তালপাড়ে, সঞ্জয় মিশ্র, পঙ্কজ ত্রিপাঠি, জয়দীপ আহলাওয়াত, ইভলিন শর্মা। ফিল্মটি মুক্তি পাবার দিনে আয় করেছে ১.২০ কোটি রুপি। সপ্তাহান্তে আয় ৪.৩০ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ৯০ লক্ষ রুপি। সমালোচকদের কোনও আনুকূল্য পায়নি ফিল্মটি। বিশেষজ্ঞদের মতে ফিল্মটি বিষয়বস্তু একক পর্দায় উপযোগী হলেও কোনও কারণে দর্শক এটিকে এড়িয়ে গেছে। আগের সপ্তাহে মুক্তি পাওয়া ‘পিহু’র সর্বশেষ আয় ২.৫ কোটি রুপি আর ‘মহল্লা আসসি’র আয় ১.৭৫ কোটি রুপি। ‘থাগস অফ হিন্দুস্তান’ ১৫০ কোটি রুপি ছাড়িয়েেেছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ