Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দিরাইয়ে বিএনপি-আওয়ামী লীগ প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন দাখিল

দিরাই উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৮:১৪ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীসহ ৬ জন মনোনয়ন দাখিল করেছেন। গতকাল (বুধবার) দিরাই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে ছিলেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক আল-আমীন চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায় প্রমুখ।
এদিকে বিএনপি মনোনীত দিরাই-শাল্লার সাবেক এমপি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে মনোনয়ন জমা দেন দিরাই উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী ও শাল্লা উপজেলা বিএনপির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, শাল্লা উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি দিরাই উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শাল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব ছোবহানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, চরনারচর ইউনিয়ন চেয়ারম্যান রতন কুমার তালুকদার, কুলঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী সায়মন, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুহিউদ্দিন কাসেমী, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক একে কুদরত পাশা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দিরাই উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাধারণ সম্পাদক ফারুক সরদার প্রমূখ।
অন্যদিকে অনুসারীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাভেল, গণতন্ত্রী পার্টি মনোনীত গোলজার আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত নিরঞ্জন দাস খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল হাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ