Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের ৬টি আসনে মোট ৪৭জনের মনোনয়পত্র দাখিল

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৬:২৪ পিএম

যশোরের ৬টি সংসদীয় আসনে মোট ৪৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এতো সংখ্যক প্রার্থীর মনোনয়ন দাখিল এবারই প্রথম। বিএনপির ২জন করে সব আসনেই মনোনয়ন দাখিল করেছেন। তবে লক্ষণীয়, যশোরের মোট ৬টি আসনের মধ্যে ৪টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের নেতার মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্ণিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দী ছাড়াও বর্তমান সংসদ সদস্য এডঃ মনিরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। যশোর-৩ (সদর) আসনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ছাড়াও মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। তিনি সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। যশোর-৫ (মণিরামপুর) আসনে সংসদ সদস্য স্বপন ভট্রাচার্য ছাড়াও আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম বারী মনোনয়নপত্র দাখিল করেছেন। যশোর-৬ কেশবপুর) আসনে মন্ত্রী ইসমত আরা ছাড়াও মনোনয়ন দাখিল করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ