Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের ৬টি আসনের মধ্যে আ.লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে ৩টি আসনে আ,লীগ নেতার মনোনয়নপত্র দাখিল

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৬:১২ পিএম

যশোরের মোট ৬টি আসনের মধ্যে ৩টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের নেতার মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্ণিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, যশোর-৩ (সদর) আসনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ছাড়াও মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। তিনি সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। যশোর-৫ (মণিরামপুর) আসনে সংসদ সদস্য স্বপন ভট্রাচার্য ছাড়াও আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম বারী মনোনয়নপত্র দাখিল করেছেন। যশোর-৬ কেশবপুর) আসনে মন্ত্রী ইসমত আরা ছাড়াও মনোনয়ন দাখিল করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ