বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলার ৩টি আসনে আওয়ামীলীগের মনোনীত ৩জন, বিএনপি মনোনয়নের চিটি প্রাপ্ত ৬জন, জাতীয় পার্টির ২জন কৃষক শ্রমিক জনতালীগের ১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদেও হুইপ আতিউর রহমান আতিক বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
পরে তিনি সাংবাদিকদের জানান, শেরপুরের মানুষ ৩টি সিটেই আমাদের বিজয়ী করবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাবন্দী হযরত আলীর পক্ষে তার স্ত্রী, এবং তার মেয়ে ডা: সানজিলা জেবরিন প্রিয়াংকাও মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় প্রিয়াঙ্কা বলেন তার বাবার মুক্তির জন্য হলেও এ আসনের মানুষ ধানের শীষকে বিজয়ী করবে।
জেলা জাতীয় পার্টিও সভাপতি ইলিয়াছ উদ্দিন বলেন, মহাজোট থেকে শেরপুর-১ আসন উন্মুক্ত করে দেয়া হয়েছে।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামীলীগের বর্তমান এমপি প্রকৌশলী ফজলুল হক চান ও তার ভাতিজা বিএনপির জেলা সভাপতি মাহমুদুল হক রুবেল মনোনয়ন পত্র দাখিল করেন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনে গতকাল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আজ বিকেলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক তথ্যসচিব ব্যারিস্টার হায়দার আলী, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী ফাহিম চৌধুরী ও নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন মনোনয়ন পত্র দাখিল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।