Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পাবনা-৫,৪,৩,২ এবং ১ নির্বাচনী আসনে যারা মনোনয়নপত্র জমা দিলেন

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৪:৪৮ পিএম

পাবনা-৫ সদর আসনে আ’লীগের বর্তমান এম.পি গোলাম ফারুক প্রিন্স (নৌকা প্রতীক) মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত বিশেষ সহকারী (বর্তমানে কারারুদ্ধ) এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে ধানের শীষ প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ইঞ্জি: হাবিবুর রহমান তোতা, জামায়াতের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন অধ্যক্ষ ইকবাল হোসাইন । পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনে বর্তমান ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু (নৌকা প্রতীকে), বিএনপি’র ধানের ,শীষ প্রতীকে হাবিবুর রহমান হাবিব, সাবেক এম.পি সিরাজ সরদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনা-৩ নির্বাচনী আসনে বর্তমান এম.পি মকবুল হোসেন (নৌকা প্রতীক), বিএনপি’র সাবেক এম.পি কে. এম আনোয়ার(ধানের শীষ) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পাবনা-১ নির্বাচনী আসনে বর্তমান এম.পি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু , গণফোরামের পক্ষে আ’লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং এই আসনের সাবেক এম.পি অধ্যাপক আবু সাইয়িদ, বিএনপি’র পক্ষে সালাহ উদ্দিন, জামায়াতের ডা: আব্দুল বাসেত মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনা-২ নির্বাচনী আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে পক্ষে আহমেদ ফিরোজ কবীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই আসনে বিএনপি’র ৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন , বিএনপি’র সাবেক এম.পি এ্যাড. সেলিম রেজা হাবিব, কৃষিবিদ হাসান জাফির তুহীন এবং আব্দুল হালিম সাজ্জাদ (ধানের শীষ প্রতীক) ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ