মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সুইডেনের গোথেনবার্গের কাছে মোলনদাল অভিবাসী আশ্রয় শিবিরে এক কিশোর অভিবাসীর ছুরির আঘাতে শিবিরের একজন নারীকর্মী মারাত্মক আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। বিবিসি বলছে, এ ঘটনাকে ভয়ঙ্কর অপরাধ বলে বর্ণনা করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আশ্রয় শিবিরটি পরিদর্শন করেছেন তিনি। ২২ বছর বয়সী ওই কর্মীকে হত্যার দায়ে সন্দেহভাজন ১৫ বছর বয়সী এক কিশোর অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের মুখপাত্র থমাস ফাক্সবর্গ জানান, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে থাকা প্রচুর রক্তের সঙ্গে অপরাধের নমুনা দেখতে পান। শিবিরের অন্যান্য বাসিন্দারা অপরাধীকে ধরে ফেলে। এ ঘটনায় শিবিরের লোকজন বিমর্ষ হয়ে পড়েছেন, বলেন তিনি। রক্তাক্ত, গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। তার নাম প্রকাশ করা হয়নি। ঘটনায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা ছুরিটি উদ্ধার করা হয়েছে। সুইডেন রেডিওর খবরে বলা হয়েছে, আশ্রয় শিবিরের সব বাসিন্দার বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। ওই রাতের জন্য তাদের সবাইকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী লোভেন জানিয়েছেন, এ ধরনের ঘটনা আবার ঘটতে পারে বলে মনে করছেন সুইডেনের অনেক নাগরিক। রেডিওতে দেওয়া উদ্ধৃতিতে তিনি বলেন, আমি মনে করি, অনেক সুইডিশই এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে বলে অনুভব করছেন, কারণ আশ্রয়প্রার্থী হিসেবে সুইডেনে আসা অনেক নিঃসঙ্গ শিশু ও তরুণকে আশ্রয় দিয়েছে সুইডেন। গেল বছর দেড় লাখেরও বেশি আশ্রয়প্রার্থীর আবেদন গ্রহণ করেছে সুইডেন। জার্মানির পর ইউরোপের এ দেশটিই সবচেয়ে বেশি অভিবাসীকে আশ্রয় দিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।