Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভে উত্তাল তৃণমূল

ইয়াছিন রানা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের চিঠি দেয়ার ৩য় দিনেও মিছিল, বিক্ষোভ, ভাঙচুর, রাস্তা অবরোধ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা। যেসব আসন মহাজোটের শরিক দলগুলোর জন্য ফাঁকা রাখা হয়েছে সেসব আসনে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা বেশি আন্দোলন করছেন। যেন সে সব আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়া হয়। আন্দোলনের পাশাপাশি দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণাও দিচ্ছেন অনেকে।
এদিকে কিছু কিছু আসনে বেকায়দায় পড়েছে মনোনয়ন বঞ্চিতরা। মনোনয়নের চিঠি পাবার পর থেকেই মনোনিত প্রার্থী অপর প্রার্থীর সমর্থকতদের উপর হামলা চালাচ্ছেন। এ নিয়ে বিশাল ঝামেলায় রয়েছে মনোনয়ন বঞ্চিতরা। সব মিলিয়ে দলের মনোনয়নকে কেন্দ্র তৃণমূল আওয়ামী লীগের কোন্দল মারাত্মক আাকার ধারণ করেছে।
গতকাল ফেনী-১ আসনে জাসদ নেত্রী শিরীন আখতারের মনোনয়ন প্রত্যাহার ও আলাউদ্দিন নাসিমকে মনোনয়ন দেয়ার দাবীতে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ঝাড়– মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ।
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, ফেনী-১ আসনে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য শিরীন আখতারের মনোনয়ন প্রত্যাহারের দাবীতে এবং প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ,অগ্নিসংযোগ , ঝাড়– মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে ফেনী-১ আসন তথা ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় একযোগে অনুষ্ঠিত এসকল কর্মসূচীকে শিরীন আখতারকে অবাঞ্চিত ঘোষনা করে তার স্থলে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে মনোনয়ন দেয়ার জোরালো দাবী জানান। এঘটনাকে কেন্দ্র করে তিন উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। তবে বর্তমান সাংসদ শিরীন আখতার বলেন, যারা বিক্ষুব্ধ তারা এরকম করবে দুশ্চিন্তা করার কিছুই নেই শান্ত হয়ে যাবে। শিরীন হটাও, ফেনী-১ আসনে আলাউদ্দীন নাসিমকে চাই এসব শ্লোগান দিয়ে রাস্তায় রাস্তায় মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা। ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন জানান, এই এলাকার সাধারণ জনগন শিরীন আখতারকে চায়না, সবাই চায় এই আসন থেকে আওয়ামীলীগের ছাগলনাইয়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা বলেন, ফেনী-১ আসনে আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে মনোনয়ন না দিলে এ এলাকায় আওয়ামী পরিবারের মৃত্যু হবে। এদিকে আজ সকালে এক ফেসবুক স্ট্যাটাসে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, আমার মনোনয়নের দাবীতে রাস্তা অবরোধ, বিক্ষোভ আমার জন্য সম্মানজনক নয়। নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের আবেগের প্রতি পুর্ণসম্মান প্রদর্শনপূর্বক দলের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। তাই সবাইকে অবরোধ প্রত্যাহার করে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি।
পীরগঞ্জ (ঠাকুরগাও) সংবাদদাতা জানান, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে মহাজোটকে ছাড় না দিয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইমদাদুল হককে নৌকা প্রতীক মনোনয়নের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বটতলায় এই সমাবেশ হয়। সমাবেশে বক্তারা ঠাকুরগাও-৩ আসনে সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা মার্কা মনোনয়ন দেওয়ার দাবী জানান। মনোনয়ন না দেওয়া হলে রোড মার্চ করা সহ রেলপথ, সড়ক পথ আবরোধ করে পীরগঞ্জ অচল করে দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা।
নরসিংদী সংবাদদাতা জানান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ আসনে মনোনয়ন পেয়েছেন আ.লীগের বর্তমান এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মঙ্গলবার নারায়নপুর বাসস্ট্যান্ড এই অবরোধ কর্মসূচি পালন করে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টা অবরোধ চলাকালে ঢাকা সিলেট মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তার দু’পাশে বাস ট্রাক লরি সহ শত শত যানবাহন আটকা পড়ে। সীমাহীন দুর্ভোগের শিকার হয় বাসের শত শত দূরপাল্লার যাত্রী।
এবার আওয়ামী লীগের মোট ১২ জন প্রার্থী দলীয় মনোনযন দাবী করে। এদের মধ্যে পাঁচজন প্রার্থী এক মঞ্চে থেকে বর্তমান এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মনোনয়নের বিরোধিতা করে। তাদের দাবি ছিল নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কে ছাড়া তাদের যে কোনো একজনকে মনোনয়ন দান করা।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান: শরীরে কাফনের কাপড় মুড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মহাজোটের মনোনয়নের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে জাতীয় পার্টির জিয়াউল হকের সমর্থক ও স্থানীয় লোকজন। ১ ঘন্টার অবরোধে মহাসড়কের তিন দিকে ১০-১৫ কিলোমিটার সড়কে যানজট লেগে যায়। সড়কে দাঁড়িয়ে বক্তব্য রাখেন- ‘বহিরাগত ঠেকাও’ স্লোগানকে সামনে রেখে গতকাল মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া এলাকায় কয়েক হাজার লোক লাঠি হাতে অবরোধ কর্মসূচী পালন করে। আগামী ১২ ঘন্টার (গতকালের মধ্যে) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে জোটের মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচী দেওয়ার হুমকিও দিয়েছেন ২ আসনের লোকজন। অবরোধ চলার সময় অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, আমি ১০ বছরে কাজ করে মানুষের ভালবাসা অর্জন করেছি। জাপা’র মনোনয়ন প্রদানে কুকর্ম চলছে। রাজনীতিতে এখন নোংরা খেলা শুরু হয়েছে। এখানকার সাবেক সকল এমপি’র চেয়ে আমি বেশী কাজ করেছি। দলের দায়িত্বে থাকা জি এম কাদেরের উদ্যেশ্যে বলেন আজকের (গতকাল) মধ্যে আমাকে মনোনয়ন দিবেন। অন্যথায় লাগাতার কর্মসূচী চলবে। ২ আসনের জনগণ চাইলে আমি বিদ্রোহী প্রার্থী হব।
নোয়াখালী-৬ আসনে মনোনয়ন বঞ্চিত মাহমুদ আলী রাতুলের সমর্থকদের বাসা, দোকানে হামলা চালিয়েছে নৌকার মনোনিত বর্তমান এমপি আয়েশা ফেরদোউসের নেতাকর্মীরা।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার ১২ টার দিকে শহরের হোটেল বাজার মোড় থেকে সাবেক জেলা যুবলীগ সভাপতি টনিক বিশ্বাসের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।
শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান আতিককে (জাতীয় সংসদের হুইপ) অভ্যর্থনা জানাতে গিয়ে মাইক্রোবাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার তারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সুরুজ আলী (৫৫) সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের মোক্তাহার আলীর ছেলে।
শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান আতিককে (জাতীয় সংসদের হুইপ) অভ্যর্থনা জানাতে গিয়ে মাইক্রোবাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার তারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সুরুজ আলী (৫৫) সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের মোক্তাহার আলীর ছেলে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আকম সরওয়ার জাহান বাদশাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাবেক এমপি আফাজ উদ্দিন আহমদকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। সোমবার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের তারাগুনিয়া বাজারে আফাজ উদ্দিন আহমেদের সমর্থকরা এ বিক্ষোভ মিছিল করেন। #



 

Show all comments
  • Ariyan Rakib ২৮ নভেম্বর, ২০১৮, ২:১৬ এএম says : 0
    বিনা ভোটে একবার ক্ষমতায় এসেছি, আরও কয়েক বার আসতে চাই,জনগন ভোট দিলে দেবে না দিলে নাই,,আমিই পরবর্তী প্রধানমন্ত্রী, আমার আবার এতো ক্ষমতার লোভ নাই
    Total Reply(0) Reply
  • Syed Ashraf ২৮ নভেম্বর, ২০১৮, ২:১৬ এএম says : 0
    আগুন সন্ত্রাসী জঙ্গীরা সবসময়ই উগ্রই হয়,,, স্বার্থের জন্য নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে,,,,,,মানুষ হও।
    Total Reply(0) Reply
  • ফারজানা সারা ২৮ নভেম্বর, ২০১৮, ২:১৭ এএম says : 0
    বিএমপির নমিনেশন ঘোষণা হলে ফায়ার সার্ভিস-পুলিশ-র্যাব-বিজিবি-আনসার সহ সব ধরণের বাহীনি-কে রাস্তায় থাকতে হবে।। কারণ, ওরা নিজেদের ভেতরে প্রচুর রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হবে।।
    Total Reply(0) Reply
  • Saiful Islam ২৮ নভেম্বর, ২০১৮, ২:১৭ এএম says : 0
    মনোনয়ন বঞ্চিত সংখ্যালঘু জঙ্গিগোষ্ঠীদের সড়ক অবরোধ অগ্নিসংযোগ সংঘর্ষ।ভাগ্যিস বিএনপি নেতাকর্মীরা এমন সংঘর্ষ কাজ করলে কি হবে সবার জানা।
    Total Reply(0) Reply
  • Md Mohibbulla Md Mohibbull ২৮ নভেম্বর, ২০১৮, ২:১৮ এএম says : 0
    এদের বিরুদ্ধে বিএনপি জামাত মারামারি করা লাগবো না। এরা একদিন নিজেরা কামড়াকামড়ি করে শেষ হয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • Khandaker Golam Kibria ২৮ নভেম্বর, ২০১৮, ২:১৮ এএম says : 0
    এই কাজ বিএনপি করলে এখন কি অবস্থাটা হইতো বলেন দেখি!?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ