পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আসন বণ্টন নিয়ে বিএনপির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা এখন সবাই মনোনয়নপত্র জমা দেব। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ফাইনাল করা হবে, কারা চূড়ান্তভাবে ভোট করবেন। গতকাল বেইলি রোডের নিজ বাসায় ঐক্যফ্রন্টের আসন বণ্টন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, সময় স্বল্পতার কারণে এখন জোটগতভাবে মনোনয়ন দেয়া হচ্ছে না। আপাতত দলীয়ভাবে মনোনয়ন দেয়া হচ্ছে। তবে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে। তিনি বলেন, গণফোরাম বিএনপির কাছে ৩০-৪০টি আসন চেয়েছে। এর তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে ঢাকায় দুটি আসন চাওয়া হয়েছে। তবে কোন দুটি আসন, তা তিনি জানাতে রাজি হননি।
নির্বাচন কমিশন ছয়টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ঐক্যফ্রন্ট মেনে নিচ্ছে কি না জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, না মেনে নিলে কী করা যাবে? সংসদ নির্বাচন তো এ কারণে আমরা বাদ দেব না। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, বৈঠকে নির্বাচনী ইশতেহার বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার ইশতেহার ঘোষণা করা হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আসন বণ্টন নিয়ে ড. কামাল হোসেনের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের আগেই আমরা আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত করতে পারবো। এ নিয়ে কোন সমস্যা বা জটিলতার সৃষ্টি হবে না। তিনি বলেন, ঐক্যফ্রন্টের ঐক্য অটুট আছে। ঐক্যবদ্ধভাবেই আমরা নির্বাচনে অংশ নেব। মির্জা ফখরুল বলেন, অসুস্থতার কারণে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন নির্বাচন করবেন না।
বৈঠক শেষে গণফোরাম নেতা মোস্তফা মোহসিন মন্টু বলেন, জোটের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়েছে। ইশতেহারে দলগুলোর যাতে সামঞ্জস্য থাকে সে বিষয়ে নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, ইভিএম নিয়ে এত কথা বলার পরেও কমিশন বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি রাখেনি, এটা দুঃখজনক। কমিশনের একজনের আত্মীয় নির্বাচন করছে, যা সবার মনে সন্দেহের সৃষ্টি করছে।
জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার প্রকাশের বিষয়ে কমিটির অন্যতম সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী ইনকিলাবকে বলেন, ইশতেহারের কাজ এখনো শেষ হয়নি। বুধবার তা প্রকাশ করা সম্ভব হবে না। আশা করছি বৃহস্পতিবার ইশতেহার প্রকাশ করতে পারবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।