পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা)আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল আড়াইটার সময় উপজেলা রিটানিং অফিসার রুহুল আমিন ও নির্বাচন অফিসার রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সহ-সভাপতি আমিনুল ইসলাম মিন্টিজ, জাকির হোসেন বাবলু, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমান, পৌর বিএনপি সভাপতি নুরু সিকদার, সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, যুবদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম দুলাল প্রমূখ। ইতোপূর্বে ইসমালী আন্দোলনের মনোনীত প্রার্থী (হাতপাখা) প্রতীকের এড. মহিবুল্লাহ মিয়া মনোনয়নপত্র দাখিল করেছন।
মহাজোটের প্রার্থী উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আজ(২৮ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করবেন বলে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ শুভ্র জানিয়েছেন। এছাড়াও একই দিনে ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় যুবদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়নও মনোনয়নপত্র দাখিল করবেন বলে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল আলম প্রিন্স মহাজন জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।