নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিজয় দিবস হকি প্রতিযোগিতার উদ্বোধনী দিন বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। গতকাল বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বিমান বাহিনী ১৩-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ পুলিশকে। বিজয়ী দলের পক্ষে আশরাফুল ইসলাম ও মাইনুল ইসলাম তিনটি করে, ফজলে হোসেন রাব্বি ও দীন ইসলাম ইমন দুইটি করে এবং কৃষ্ণ কুমার, রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন একটি করে গোল করেন। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনী শ্যুট আউটে ৩-২ গোলে হারায় সেনাবাহিনীকে। নির্ধারীত সময়ের খেলা ৪-৪ গোলে অমিমাংসিত থাকলে শ্যুট আউটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। এর আগে কাল বেলা ৩টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবদুস সাদেক, স্পন্সর প্রতিষ্ঠান এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কাজী ওসমান আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।