নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের হকির সব ধরনের কর্মকান্ড থেকে বিভিন্ন মেয়াদের জন্য নিষিদ্ধ হয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ও মেরিনার ইয়াংস ক্লাবের চার কর্মকর্তা। সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। যুগান্তকারী এই সিদ্ধান্ত গ্রহণের পরের দিন গতকাল নিজেদের অবস্থান পরিষ্কার করে বাহফে। কারণ অতীতে এমন অনেক সিদ্ধান্তই কার্যকর হয়নি। বিগত সময়ে দেখা গেছে খেলার মাঠ বা বাইরে ঘটা নানা অপরাধমূলক ঘটনার শাস্তি দিয়ে শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে থাকতে পারেনি বাহফে। শাস্তি কমিয়ে আনার নজির রয়েছে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। মোহামেডান ও মেরিনারের চার কর্মকর্তাকে দেয়া শাস্তি কমিয়ে আনার কোন সম্ভাবনাই নেই বলে জানান বাহফে সাধারণ সম্পাদক আবদুস সাদেক। তার বক্তব্য, প্রয়োজনে কম দল নিয়ে করা হবে প্রিমিয়ার লিগ আয়োজন। তারপরও ফেডারেশন নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে। এমন অনড় অবস্থানের কথা জানিয়ে আবদুস সাদেক বলেন, ‘শাস্তির মেয়াদ কমানোর কোন সুযোগ নেই। প্রয়োজনে আমরা কম দল নিয়ে প্রিমিয়ার লিগ আয়োজন করবো। হকি মাঠে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। যে অপরাধী তার শাস্তি অবশ্যই দেবে ফেডারেশন।’
এবারের প্রিমিয়ার হকি লিগে মোহামেডান ও মেরিনারের মধ্যেকার শেষ ম্যাচে অনাকাঙ্খিত ঘটনায় অপরাধীদের শাস্তি দিতে সোমবার এক সভায় বসে বাহফে নির্বাহী কমিটি। সভায় সর্বসম্মতিক্রমে ম্যাচের টেকনিক্যাল অফিসার ও দুই ক্লাবের চারজনসহ মোট পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করাসহ আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত হয়। কাল বিজয় দিবস হকি টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে আবদুস সাদেক ফেডারেশনের অবস্থান পরিষ্কার করে বলেন,‘যত কিছুই হোক না কেন, দুই ক্লাবের ওই চার কর্মকর্তা এবং ম্যাচের টেকনিক্যাল অফিসারের দেয়া শাস্তি বহাল থাকবে। সিদ্ধান্ত অটল থাকবো আমরা। এতে যদি দু’দল আগামীতে না খেলে, তাহলে খেলবে না। অতীতে আট দলকে নিয়ে প্রিমিয়ার লিগ হওয়ার নজির রয়েছে। তাই আমাদের কোন সমস্যা নেই। তাই বলে বিশৃংখলাকে প্রশ্রয় দেয়া যাবে না।’
মহিলা ও স্কুল হকি নিয়ে বাহফে সাধারণ সম্পাদকের কথা, ‘মহিলা হকি আমরা নিয়মিত আয়োজন করতে চাই। একটি ভালোমানের মহিলা জাতীয় দল গঠনের জন্য আমরা চেষ্টা করবো। তাছাড়া আগামী বছর স্কুল হকিতে স্কুলের সংখ্যা বাড়াতে চাই। ১০১ টি স্কুল নিয়ে আমরা জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট করবো। সে লক্ষ্য নিয়েই এগোচ্ছি।’
উল্লেখ্য, গত ৭ জুন প্রিমিয়ার লিগে মোহামেডান ও মেরিনারের মধ্যেকার শেষ ম্যাচে অনাকাঙ্খিত ঘটনার জন্য দন্ড দেয়া হয় দুই ক্লাবের চার কর্মকর্তাকে। সোমবার বাহফে নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মেরিনারের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা, মোহামেডান হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স ও সহকারী ম্যানেজার আসাুজ্জামান চন্দনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এই তিন জনের প্রত্যেককে আরো দুই বছর করে নিষিদ্ধের সিদ্ধান্ত হয় সভায়। অন্যদিকে মেরিনারের সদস্য ও হকি দলের ম্যানেজার নজরুল ইসলাম মৃধাকে ৩ বছর নিষিদ্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয় ওই ম্যাচের টেকনিক্যাল কর্মকর্তা নাজিরুল ইসলাম নাজুকে।
এদিকে নিজেদের দুই কর্মকর্তা আরিফুল হক প্রিন্স ও আসাদুজ্জামান চন্দনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ও ১ লাখ টাকা করে জরিমানা করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানায় তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।