Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ব্রিটিশ-মার্কিন বাণিজ্য হুমকিতে : ট্রাম্প

যে কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি করতে পারবে যুক্তরাজ্য

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির কারণে হুমকির মুখে পড়তে পারে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক। সাংবাদিকদের ট্রাম্প বলেন, বেরিয়ে যাওয়ার এই চুক্তি ইইউ’র জন্য অনেক ভালো মনে হচ্ছে এবং এর মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়ত বাণিজ্য করতে সক্ষম হবে না যুক্তরাজ্য। বিবিসি জানায়, থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তির ১০ নম্বর ধারায় খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্য বিশ্বের যে কোনও দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারবে। ১১ ডিসেম্বর ব্রিটিশ এমপিরা চুক্তিটি অনুমোদনে ভোট দেবেন। এই চুক্তি নিয়ে যুক্তরাজ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন থেরেসা মে। সোমবার দেশটির পার্লামেন্টে সব দলের এমপিরা সমালোচনা করেছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে গভীরভাবে খতিয়ে দেখতে হবে যে যুক্তরাজ্য বাণিজ্য করতে পারবে কি পারবে না। কারণ এখন যদি আপনারা চুক্তিটির বিষয়ে মনোযোগ দেন তাহলে মনে হবে তারা আমাদের সঙ্গে বাণিজ্য করতে পারবে না। আর এটা কোনও ভালো কিছু না। আমি মনে করি না তারা এটাই চেয়েছে। বিবিসি বলছে, ট্রাম্প হয়ত মনে করছেন ব্রেক্সিট চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে সক্ষম হবে না যুক্তরাজ্য। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ