Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্দনা কারিমির নতুন ব্যবসা উদ্যোগ

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

খাবারের প্রতি তারকাদের ভালবাসার কথা সবার জানা আর সময়ে সময়ে তারা তাদের এই ভালবাসা সবার মাঝে ছড়িয়ে দিতে সচেষ্ট হয়েছেন। যেমন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ তার দেশ শ্রীলঙ্কায় তার শহরে একটি শ্রীলঙ্কান খাবারের রেস্তরাঁ খুলেছেন এছাড়া মুম্বাইতে তিনি থাই ও এশীয় খাবারের একটি রেস্তরাঁ খুলেছেন। এবার রেস্তরাঁ উদ্যোক্তা তারকাদের দলে যোগ দিলেন মন্দনা কারিমি। অভিনেত্রীটি সোশাল মিডিয়াতে তার এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন। তিনি তার এই পোস্টে উল্লেখ করেছেন যে তিনি একটি নতুন রেস্তরাঁ খুলতে যাচ্ছেন আর সেটির নাম মন্দনা’জ কিচেন। একটি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছেন, “আমি বোকার মত আজ আমাকে নিয়ে গর্বিত! হ্যাঁ ‘মালিক’ সেটা ‘আমি’ #কামিংসুন #মন্দনাসকিচেন #ফুড #ইরানিয়ান #উইশমিলাক।” বলাই বাহুল্য মন্দনা কারিমি তার জন্মস্থান ইরানের সুস্বাদু আর বিখ্যাত খাবারগুলো মন্দনা’জ কিচেনে পরিবেশন করবেন। তিনি তার পোস্টের এক অংশে তার শুভাকাক্সক্ষী আর ভক্তদের কাছ থেকে তার এই উদ্যোগের সাফল্যের জন্য শুভেচ্ছা কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্দনা কারিমি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ