Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা পণ্যে আরও শুল্কারোপ করছেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ৬:৩৮ পিএম

চীনা পণ্যের ওপর তৃতীয় দফায় শুল্কারোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রায় ২৬৭ বিলিয়ন ডলারের পণ্যের ওপর আবারো শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএন।
চীনা পণ্যে শুল্কারোপের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘দেশটির আরও প্রায় ২শ’ বিলিয়ন ডলার মূল্যমানের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে ২৫ ভাগ করা হবে। যা এতদিন ১০ ভাগ শুল্কারোপের আওতায় ছিল।’
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আসন্ন জি-২০ সম্মেলনে চীনের সঙ্গে সমঝোতা না হলে আগামী ১ জানুয়ারি থেকে এই পদক্ষেপ কার্যকর করা হতে পারে।’ তাছাড়া আইফোন এবং ল্যাপটপসহ চীন থেকে আমদানিকৃত অ্যাপল পণ্যগুলির ওপর এই শুল্ক অন্তর্ভুক্ত থাকতে পারে বলেও জানান মার্কিন এ প্রেসিডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ