Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্যের হয়ে পাকিস্তান আর যুদ্ধ করবে না -ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ৪:১০ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান আর নিজের ভূখণ্ডের মধ্যে অন্যের হয়ে চাপিয়ে দেয়া যুদ্ধ করবে না। সোমবার উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহতে উপজাতীয় নেতাদের সাথে বৈঠকে বক্তৃতায় তিনি একথা বলেন। উল্লেখ্য, ২০০১ সালে আফগান যুদ্ধের সময় মার্কিন চাপের মুখে কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে জড়িয়ে পড়েছিল পাকিস্তান। মূলত সে বিষয়কে ইঙ্গিত করেই এমন ঘোষণা দিলেন ইমরান খান
ইমরান খান সোমবার ওয়াজিরিস্তান সফরে যান। এ সময় তার সাথে ছিলেন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান। সম্প্রতি উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকাগুলো একীভূত হওয়ার পর সেখানে এটাই ইমরান খানের প্রথম সফর।
এর আগেও ইমরান খান বার বার বলেছেন, এটা পাকিস্তানের যুদ্ধ নয়। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর মার্কিন বাহিনী ও তার মিত্ররা আফগানিস্তানে আগ্রাসন চালায় এবং জেনারেল পারভেজ মুশাররফ তাতে জড়িয়ে যান।
ওই যুদ্ধে যোগ দেয়ার কারণে পাকিস্তান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও যুক্তরাষ্ট্র ইসলামাবাদের কৃতিত্ব কখনো স্বীকার করেনি বরং উল্টো পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য অভিযুক্ত করেছে।
উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি পরিষদ বা লয়াজিরগায় বক্তৃতা দেয়ার সময় ইমরান খান আরো বলেন, অনেক রক্ত-ঘাম ঝরিয়ে আমরা দেশের ভেতরে চাপিয়ে দেয়া যুদ্ধ করেছি এবং এতে আমাদের আর্থ-সামাজিক বিন্যাস ভেঙে গেছে। কিন্তু আমরা আর নিজেদের মাটিতে অন্যদের হয়ে যুদ্ধ করব না। সূত্র: ডন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ